সংবাদ সম্মেলন ডেকেছে গণতন্ত্র মঞ্চ

অনলাইন ডেস্ক
২৮ জুলাই ২০২৪, ১৬:১৫
শেয়ার :
সংবাদ সম্মেলন ডেকেছে গণতন্ত্র মঞ্চ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সংঘর্ষে নিহত ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামীকাল সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছে গণতন্ত্র মঞ্চ। জোটের শরিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় গণতন্ত্র মঞ্চ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী-জনতা হত্যার বিচার, হামলা-মামলা-হয়রানি বন্ধ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। তোপখানা রোডের রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ে অনুষ্ঠেয় এই সংবাদ সম্মেলনে গণতন্ত্রের মঞ্চের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।