ভেনেজুয়েলায় চলছে নির্বাচন, কঠিন চ্যালেঞ্জের মুখে মাদুরো
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় চলছে প্রেসিডন্ট নির্বাচন। বলা হচ্ছে এই নির্বাচনে ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরোর দল পিএসইউভি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে হুগো শ্যাভেজের মৃত্যুর পর থেকে ক্ষমতায় আছেন তার ঘনিষ্ঠ সহযোগী নিকোলাস মাদুরো। তৃতীয়বারের মতো নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি। তবে তার প্রবল প্রতিপক্ষ হিসেবে হাজির হয়েছেন সাবেক কূটনীতিক এডমুন্ডো গনজালেজ। বিরোধী দলগুলো তাকে সমর্থন দিচ্ছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আজ রবিবার স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল চারটা) ভোটগ্রহণ শুরু হবে। দেশটিতে নিবন্ধিত ভোটার রয়েছেন ১ কোটি ৭০ লাখ। আর প্রার্থী রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোসহ ১০ জন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
জরিপ অনুযায়ী, জয়ের সম্ভাবনায় এগিয়ে আছেন গনজালেজ। এর আগে ২০১৮ সালের নির্বাচনে মাদুরোর জয় নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তাই বলা হচ্ছে এবারের নির্বাচন যেন স্বচ্ছ হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস