জুয়েলের সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানালেন স্ত্রী

বিনোদন প্রতিবেদক
২৮ জুলাই ২০২৪, ১২:০৪
শেয়ার :
জুয়েলের সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানালেন স্ত্রী

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় সংগীতশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই গায়ক। লাইফ সাপোর্টে থাকা জুয়েলের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। এমনটাই জানালেন তার স্ত্রী সঙ্গীতা আহমেদ।

তিনি জানান, জুয়েলের শরীরে রক্তের সংক্রমণের হার কমেছে। রক্তে প্লাটিলেটের মাত্রাও বাড়ছে।

সঙ্গীতা বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, রক্তের সংক্রমণের মাত্রা কমলে এবং রক্তের প্লাটিলেট মাত্রা বাড়ার হার অব্যাহত থাকলে হয়তো চিকিৎসকেরা লাইফ সাপোর্ট খুলে দেবেন। শারীরিক অবস্থার উন্নতির এভাবে চলতে থাকলে, স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারবে। তবে এর সঙ্গে ক্যানসারের উন্নতির কোনো সম্পর্ক নেই।’

জানা গেছে, ১৩ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জুয়েল। ২০১১ সালে তার লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমেই সংক্রমিত হয়। শুরু থেকেই দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসাসেবা চলছিল।

গেল বৃহস্পতিবার জুয়েলের স্ত্রী সঙ্গীতা সংবাদমাধ্যমকে বলেন, ‘গেল মঙ্গলবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই হাসপাতালে নেওয়া হয়। তারপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। সবাই ওর (জুয়েল) জন্য দোয়া করবেন, যেন লাইফ সাপোর্ট থেকে সুস্থভাবে ফিরতে পারে। শারীরিক সুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন।’