নুরকে আর রাজনীতি করতে দিবেন না স্ত্রী!

অনলাইন ডেস্ক
২৮ জুলাই ২০২৪, ১১:৫১
শেয়ার :
নুরকে আর রাজনীতি করতে দিবেন না স্ত্রী!

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত শুক্রবার গভীর রাতে হাতিরঝিলের বাসা থেকে আটক করা হয় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে। এরপর গত বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। তবে তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় পুলিশের কাঁধে ভর করে আদালতে হাজির করা হয় নুরকে।

এ নিয়ে শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন নুরের স্ত্রী মারিয়া। তিনি অভিযোগ করেন, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে তার স্বামীকে। 

তিনি জানান, গত ২০ জুলাই ভোর রাতে দরজা ভেঙে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকা নুরকে তুলে নিয়ে যায়। এরপর ডিবি, র‍্যাব কার্যালয় ও হাতিরঝিল থানায় খোঁজ নিলে তারা কোনো তথ্য দেয় নি।

মারিয়া আক্তার বলেন, ‘যেদিন তাকে কোর্টে তোলা হলো সেদিন গিয়ে যা দেখলাম তা কোনো মানুষ সহ্য করতে পারবে না। গ্রেপ্তারের পর থেকে তার ওপর নির্যাতন করা হয়েছে। এমন নির্যাতন করা হয়েছে যে নুর নিজের পায়ে হেঁটে আদালতে আসতে পারেনি।’

নুরের চিকিৎসার দাবি জানিয়ে মারিয়া বলেন, ‘আমার অনুরোধ সন্তানের জীবন থেকে বাবার স্নেহ যেন কেড়ে নেওয়া না হয়। আমি দাবি জানাই নুরকে আর যেন রিমান্ড নেওয়া না হয়। তার চিকিৎসা ব্যবস্থা যেন করা হয়।’

নুরের স্ত্রী এসময় বলেন, ‘প্রয়োজনে আমরা ওকে রাজনীতি করতে দিব না। তবু আমার হাজবেন্ডকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক।’