কোচিং সেন্টারে পানি ঢুকে ৩ শিক্ষার্থীর মৃত্যু
ভারতের দিল্লিতে একটি কোচিং সেন্টারের বেসমেন্টে পানিতে আটকে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পশ্চিম দিল্লির জনপ্রিয় ওই কোচিং সেন্টারে তারা চার ঘণ্টারও বেশি আটকে ছিলেন। আজ রবিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাজেন্দ্র নগরের এ ঘটনার ভিডিওতে দেখা যায়, রাউ-এর আইএএস স্টাডি সার্কেলের বেসমেন্ট সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৭.১৯ মিনিটে শিক্ষার্থীদের বেসমেন্টে আটকে থাকার বিষয়ে তারা কল পান।। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধারকাজে সহায়তার জন্য পাঁচটি ইউনিট পাঠানো হয়।
উদ্ধার অভিযান শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতে একজন ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার এম হর্ষবর্ধন বলেছেন, ‘পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস