ধানমন্ডিতে অভিযান চালাচ্ছে সিটিটিসি, অস্ত্র-বিস্ফোরকের সন্ধান

অনলাইন ডেস্ক
২৭ জুলাই ২০২৪, ১৯:৪১
শেয়ার :
ধানমন্ডিতে অভিযান চালাচ্ছে সিটিটিসি, অস্ত্র-বিস্ফোরকের সন্ধান

রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। আজ শনিবার বিকেল থেকে ধানমন্ডি ৫/এ’র ‘অবসর ভবন’ নামক একটি ভবনে এ অভিযান চালানো হচ্ছে। ভবনটি থেকে দেশীয় অস্ত্র, ককটেল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার (সিটিটিসি) মিশুক চাকমা। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভবনটি ঘিরে অভিযান পরিচালনা করা হচ্ছে। ওই ভবন থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ভবনটি থেকে দেশীয় অস্ত্র, ককটেল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

মিশুক চাকমা জানান, অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।