নরসিংদী কারাগার থেকে পলাতক কয়েদি ভৈরবে গ্রেপ্তার
সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন চলাকালে নরসিংদী জেলা কারাগারে হামলা হলে পালিয়ে যাওয়া ৮২৬ জন আসামির মধ্যে নবী হোসেন (৪৮) নামের এক আসামিকে আটক করেছে র্যাব -১৪। নবী হোসেনের বাড়ি একই উপজেলার লক্ষীপুর এলাকায়।
আজ শনিবার সকালে নবী হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, পলাতক কয়েদি তার নিজ বাড়িতে আত্মগোপনে আছেন জানতে পারি। এ খবরে আজ সকাল ৬টার দিকে নবী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নবী হোসেন গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া ৮২৬ জন কয়েদিদের একজন।
তিনি আরও জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে নবী হোসেন গত ১৯ জুলাই বিকেল ৪ টার দিকে নরসিংদী জেলা কারাগারে আক্রমণ হলে, তখন সে কারাগার থেকে পালিয়ে নরসিংদী জেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে পায়ে হেঁটে আসেন। পরবর্তীতে সিএনজিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন লক্ষীপুর সাকিনস্থ নিজ বাড়িতে এসে আত্মগোপন করেন। আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আসামি নবী হোসেন বেলাবো থানার ২০০৮ সালের ডাকাতি মামলার গ্রেপ্তার হওয়া আসামি। তিনি নরসিংদী জেলার বেলাবো থানাধীন বারৈচা হাইওয়ে রোডে বাস ডাকাতির ঘটনায় জড়িত ছিল। অনুমান ৩ মাস পূর্বে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আসামি নবী হোসেনকে নরসিংদী জেলার বেলাবো থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।