গণঅধিকার পরিষদের আবু হানিফকে তুলে নেওয়ার অভিযোগ
গণঅধিকার পরিষদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফকে তুলে নেওয়ার অভিযোগ করেছে দলটি। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নারায়নগঞ্জের রূপগঞ্জের নিজ বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের একজন সিনিয়র নেতা আবু হানিফ। এখন পর্যন্ত আবু হানিফের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে তার পরিবার।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান বলেন, ‘গতকাল দিবাগত রাত ২টার দিকে আবু হানিফের রূপগঞ্জের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। এখনও পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবিলম্বে তার সন্ধান চাই এবং নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে, গত ১৯ জুলাই গভীর রাতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে গ্রেপ্তার করে পুলিশ।
সেতু ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় নুরকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?