হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ববিতা

বিনোদন প্রতিবেদক
২৭ জুলাই ২০২৪, ১৬:২২
শেয়ার :
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ববিতা

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বরেণ্য অভিনেত্রী ববিতা। টানা চার দিন হাসপাতালে থাকার পার কিছুটা সুস্থবোধ করায় এই অভিনেত্রীকে বাসায় নিয়ে আসার হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তারই ছোট বোন অভিনেত্রী চম্পা।

তিনি জানান, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার করোনা নেগেটিভ হয়। এরপর চিকিৎসকের পরামর্শে বাসায় নিয়ে আসা হয়।

চম্পার কথায়, ‘আপার করোনায় আক্রান্তের খবরে আমরা ঘাবড়ে যাই। একা মানুষ, কীভাবে কী করবে, বুঝে উঠতে পারছিলাম না। তারপর বড় আপা ও আমরা মিলে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নিই। টানা চার দিন থাকার পর করোনা নেগেটিভ রেজাল্ট আসে।’

এর আগেও ববিতা একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। ববিতার একমাত্র ছেলে অনিক বেশ কয়েক বছর ধরেই কানাডায় থাকেন। পড়াশোনা শেষে সেখানে তিনি চাকরি করছেন। তাই দেশে অনেকটা নিঃসঙ্গই থাকতে হয় ববিতাকে।