‘তারেক জিয়া সন্ত্রাসীদের দিয়ে দেশকে ধ্বংস করার জন্য টাকা পাঠাচ্ছেন’

অনলাইন ডেস্ক
২৭ জুলাই ২০২৪, ১৫:৫৪
শেয়ার :
‘তারেক জিয়া সন্ত্রাসীদের দিয়ে দেশকে ধ্বংস করার জন্য টাকা পাঠাচ্ছেন’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওরফে তারেক জিয়া সন্ত্রাসীদের দিয়ে দেশকে ধ্বংস করার জন্য বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী। গতকাল শুক্রবার বিকেলে চন্দনাইশে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের চূড়ান্তভাবে চিহ্নিত করতে হবে। তারা কে, কোথায় আছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।’

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় কোনো সন্ত্রাস, কোনো শিবির, কোনো জামায়াত টুঁ শব্দ করতে পারবে না। যারা এসব দেশবিরোধী কর্মকাণ্ড করছে, তাদের ধরে আইনের কাছে সোপর্দ করতে হবে। দেশের ক্ষতি যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব।’

তিনি বলেন, ‘দেশ এখন দেশি-বিদেশি যড়যন্ত্রের রোষানলে পড়েছে। তারেক জিয়া বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে সন্ত্রাসীদের লালন-পালন করার জন্য। এই সন্ত্রাসীদের দিয়ে দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের উন্নয়নকে ধ্বংস করে দেওয়ার জন্য। এটা কোনোভাবেই হতে দেব না।’

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বশর ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আ ম ম মিনহাজুর রহমান, আবদুল কৈয়ুম চৌধুরী ও মোহাম্মদ তৌহিদুল আলম। যুবলীগ নেতা আ স ম ইদ্রিসের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা।