শরিফুলের স্বপ্নের অভিষেক, অধিনায়ক সাকিবের ব্যর্থতায় হারল দল

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৪, ০৯:০১
শেয়ার :
শরিফুলের স্বপ্নের অভিষেক, অধিনায়ক সাকিবের ব্যর্থতায় হারল দল

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে স্বপ্নের মতো অভিষেক হয়েছে বাংলাদেশি পেসার শরিফুল ইসলামের। বাংলা টাইগার্স মিসিসাউগার হয়ে ৪ ওভার করে ১টি মেডেনসহ মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছেন এই বাঁহাতি। তবে তিনি উজ্জ্বল থাকলেও নিষ্প্রভ ছিলেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটে-বলে কোনো ভূমিকাই রাখতে পারেননি এই অলরাউন্ডার। তাতে হেরেছে দলও। মন্ট্রিল টাইগার্সের কাছে তাদের দল হেরেছে ৩৩ রানের বড় ব্যবধানে। 

শরিফুলের দারুণ বোলিং সত্ত্বেও এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানের বড় সংগ্রহ তোলে মন্ট্রিল। দলের হলের হয়ে চার ব্যাটার- অ্যাশটন অ্যাগার (২৯ বলে ৪১), টিম সেইফার্ট (২৪ বলে ৪৪), দিলপ্রিট বাজওয়া (৩৩ বলে ৪১*) ও বেন মানেনটি (২২ বলে ৪০); পেয়েছেন চল্লিশ কিংবা চল্লিশোর্ধ্ব রান। 

এদিন মানেনটির উইকেট নেন শরিফুল। তাকে কট এন্ড বল করেন বাংলাদেশি এই পেসার। ৪ ওভার বল করে ৩০ রান দিলেও কোনো উইকেট শিকার করতে পারেননি সাকিব। 

১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলা টাইগার্স থামে ৮ উইকেটে ১৫৬ রান করে। তিন নম্বরে নেমে ৬ বলে মাত্র ৩ রান করেই আয়ান আফজাল খানের বলে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন ওপেনার রাহমানউল্লাহ গুরবাজ। তার ৩৯ বলের ইনিংসে লক্ষ্য অতিক্রম করার স্বপ্ন দেখলেও শেষের ব্যাটাররা কার্যকরী ভূমিকা রাখতে না পারায় হারে দল।