বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ-আসিফকে তুলে নেওয়ার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
২৬ জুলাই ২০২৪, ২১:০৫
শেয়ার :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ-আসিফকে তুলে নেওয়ার অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম-আসিফ মাহমুদকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক সারজিস আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আমাদের সময়কে বলেন, নাহিদের এক আত্মীয় জানিয়েছেন, সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কয়েকজন লোক নাহিদকে তুলে নিয়েছেন। এ সময় আসিফকেও তুলে নিয়ে যান তারা।  

এর আগে গত শনিবার ভোরে রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে নাহিদ ইসলামকে  আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরের রবিবার তাকে পাওয়া যায়। তার বাম উরু ও কাঁধে প্রচণ্ড ব্যথা ও গভীর ক্ষত রয়েছে। এ ক্ষতের ছবিসহ একাধিক সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

তার আগের দিন শুক্রবার আসিফ মাহমুদকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয়। তুলে নেওয়ার পাঁচ দিন পর তাকে পাওয়া যায়। এরপর থেকে নাহিদ-আসিফ দুজনেই একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।