হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ২ সহোদর কারাগারে
রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত জারীকারক মহিউদ্দিনকে হত্যাচেষ্টা মামলায় হাজিরা দিতে এলে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ২ সহোদরকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গত বুধবার রাজবাড়ী ১ নম্বর আমলী আদালতের বিচারক তাদেরকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো দুই সহোদর হলেন- রাজবাড়ী সদর উপজেলার নিমতলা গ্রামের বাসিন্দা ও শহীদওহাবপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মাহবুব হোসেন লিটন (৪৫) ও মো. নুরুল ইসলাম।
মামলার বাদী রাজবাড়ী সদর উপজেলার নিমতলা গ্রামের মৃত হাবিবুর রহমান সরদারের ছেলে ও রাজবাড়ী আদালতের অবসরপ্রাপ্ত জারীকারক মো. মহিউদ্দিন আহমেদ জানান, গত ২৭ মে বিকেল সাড়ে ৪ টার দিকে লিটন মেম্বার, তার ছেলে মায়ান ও ভাই নুরুল ইসলাম পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড ও হাতুড়ি নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করেন। এতে বাম হাতের কেনি আঙ্গুল ভেঙে যায় এবং ঘাড় ও পিঠের অংশে রক্ত জমাট বেঁধে যায়। এ সময় বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং আলমারীতে থাকা নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আশেপাশের লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে গত ৩০ মে রাজবাড়ী আদালতে ৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
তিনি আরও বলেন, এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে এসে ঘুরে বেড়ান আসামিরা। সময় মতো হাজিরা না দিয়ে গত বুধবার আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন তারা। পরে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।
আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী অ্যাড. মো. সোহাগুর রহমান জুয়েল বলেন, হাইকোর্টের আদেশ অবমাননা করায় বিচারক ইউপি সদস্য ও তার ভাইকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।