দায়িত্ব পালনকালে এসআইকে কামড়াল সাপ

বিরামপুর প্রতিনিধি
২৬ জুলাই ২০২৪, ১৮:১৪
শেয়ার :
দায়িত্ব পালনকালে এসআইকে কামড়াল সাপ

দায়িত্ব পালনের সময় বিরামপুর থানা পুলিশের সিনিয়র উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ সাপের কামড়ে আহত হয়েছেন। বর্তমানে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার সকালে ১০টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের দিওড় বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার (ওসি) সুব্রত কুমার সরকার।

চিকিৎসাধীন অবস্থায় এসআই আব্দুর রশিদ বলেন, সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে দিওড় বটতলী এলাকায় সড়ক দুর্ঘটনার খবর জানতে পারি।  সেখানে গিয়ে চেয়ারে বসে আহত ড্রাইভার ও হেলপারের নাম ঠিকানা লেখার সময় ডান হাতের তালুতে একটি সাপ কামড় দেয়। পরে আমার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সহযোগিতায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসি।

এ বিষয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহরিয়ার পারভেজ বলেন, ‘সাপের কামড়ে আহত হয়ে এসআই আব্দুর রশিদ হাসপাতালে আসে। আমরা তাকে চিকিৎসা দিয়েছি। বর্তমানে তিনি ভালো আছেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখন সুস্থ ও ভালো আছেন।’