জর্ডানের পার্লামেন্ট ভেঙে দিলেন রাজা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৪, ১৮:০২
শেয়ার :
জর্ডানের পার্লামেন্ট ভেঙে দিলেন রাজা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে জর্ডানের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির রাজা দ্বিতীয় আবদুল্লাহ। গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেন তিনি। রাজকীয় আদালতের এক ঘোষণায় এই পদক্ষেপের কথা জানানো হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী ১০ সেপ্টেম্বর দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩৮ আসনের বিধানসভায় ৪১টি আসন বণ্টনকারী নতুন নির্বাচনী আইনের অধীনে এই ভোট অনুষ্ঠিত হবে।

সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী চার মাসের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা নভেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

জর্ডানের পার্লামেন্ট দুইকক্ষ বিশিষ্ট। রাজা কর্তৃক নিযুক্ত সিনেট এবং প্রতিনিধি পরিষদ রয়েছে। এর মধ্যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদ পার্লামেমন্টের নির্বাচিত নিম্নকক্ষ। সিনেট বসে উচ্চকক্ষে।