বন্দরের শিপিং ডেমারেজ চার্জ মওকুফ চায় এসসিবি

অনলাইন ডেস্ক
২৬ জুলাই ২০২৪, ১৬:৪৮
শেয়ার :
বন্দরের শিপিং ডেমারেজ চার্জ মওকুফ চায় এসসিবি

পণ্য আমদানি ও রপ্তানিকারকদের জন্য বন্দরের অতিরিক্ত চার্জ ও শিপিং ডেমারেজ চার্জসহ নানান সারচার্জ মওকুফের দাবি জানিয়েছে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি)। আজ শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানান এসসিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম। 

বিবৃতিতে এসসিবির চেয়ারম্যান বলেন, গত ১৮ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন ও সরকারের কারফিউ জারির ফলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমসহ শিল্প কারখানায় অচল অবস্থা সৃষ্টি হয়েছে। সময়মতো পণ্য খালাস করতে না পারায় বিমান বন্দর, সমুদ্র বন্দর ও স্থল বন্দরসমূহসহ অফডকগুলোতে কন্টেইনার জটের সৃষ্টি হয়েছে। বিলম্বের কারণে আমদানিকারককে অতিরিক্ত বন্দর চার্জ ও শিপিং ডেমারেজ চার্জসহ নানা সারচার্জ গুনতে হচ্ছে। স্থলবন্দরগুলোতেও হাজার হাজার পণ্যবাহী ট্রাক জটের সৃষ্টি হয়েছে, ব্যবসায়ীরা পণ্য খালাস করতে পারছেন না। এতে পণ্যের দাম বেড়ে যাবে যা ভোক্তার উপরই বর্তাবে। অন্যদিকে, রপ্তানিকারকরা পণ্য জাহাজীকরণ করতে না পারায় চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে শিপার্স কাউন্সিলের পরিচালনা পর্ষদ এক জরুরি সভায় উদ্বেগ প্রকাশ করেন এবং ছাত্র আন্দোলন সৃষ্ট ব্লকেড ও সরকারের কারফিউ জারির পর থেকে এক মাস অতিরিক্ত বন্দর চার্জ, শিপিং ডেমারেজ/ডিটেনশন চার্জসহ অন্যান্য সারচার্জ মওকুফ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানানো হয়।

এসসিবি চেয়ারম্যান প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, অতীতে করোনাসহ বিভিন্ন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবসায়ীদেরকে বন্দর চার্জ মওকুফসহ নানারকম সুবিধা প্রদান করা হয়েছে। 

এছাড়াও সভায় পরিচালনা পর্ষদ আমদানি-রপ্তানি কার্যক্রম জোরদার ও বাধাহীন করার জন্য শিপিং এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডার, ক্লিয়ারিং হাউজ, লজিস্টিকস কোম্পানি, কাস্টমস কর্তৃপক্ষ, এনবিআরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাদের স্ব স্ব অবস্থান থেকে সহযোগিতা ও সর্বোচ্চ সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করার নির্দেশ প্রদানের জন্য অর্থমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও নৌপরিবহন প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।