বব ডিলান চরিত্রে প্রশংসা পাচ্ছেন টিমোথি, টিজার প্রকাশ্যে

বিনোদন ডেস্ক
২৬ জুলাই ২০২৪, ১৪:৫৫
শেয়ার :
বব ডিলান চরিত্রে প্রশংসা পাচ্ছেন টিমোথি, টিজার প্রকাশ্যে

কিংবদন্তি সংগীতশিল্পী বব ডিলানকে নিয়ে নির্মিত হয়েছে বায়োপিক ‌‘আ কমপ্লিট আননোন’। এ সিনেমায় ডিলানের চরিত্রে দেখা যাবে টিমোথি শ্যালামেকে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। যেখানে টিমোথি শ্যালামেকে দেখা গেছে কিংবদন্তি গায়ক বব ডিলানের চরিত্রে। আর টিজারেই চমক দেখালেন তিনি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, দর্শকদের মন্তব্য জেমস ম্যানগোল্ড পরিচালিত সিনেমাটি বক্স অফিস মাতাবে। বিশেষ করে অভিনেতা টিমোথি প্রথম ঝলকেই চমক দেখিয়েছেন।

টিজারে ‘আ হার্ড রেইন’স আ-গনা ফল’ গানের কিছু অংশ গাইতে শোনা গেছে টিমোথিকে। মেকআপ, পোশাক আর চুলের স্টাইলে তিনি পুরোপুরিই বব ডিলান হয়েছেন।

সিনেমাটির মূল কাহিনী ১৯৬০ এর দশকের উত্তাল নিউ ইয়র্কের উপর ভিত্তি করে এগিয়েছে। টিজারে মিনেসোটার সাধারণ একজন থেকে কিভাবে সঙ্গীত জগতের গুরুত্বপুর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন বব ডিলান তা দেখানোর পাশাপাশি ১৯৬৫ সালে নিউপোর্ট ফোক ফেস্টিভ্যালে তার যুগান্তকারী পারফরম্যান্স চিত্রায়িত করা হয়েছে। বব ডিলানের পছন্দের ক্যাফে ওহা, হোটেল চেলসায় তার ঘুরে বেড়ানোর দৃশ্যের সঙ্গে সেই সময়ে বব ডিলানের সম্পর্কের দিকও স্থান পেয়েছে টিজারে।

১৯৫৯ সালে ক্যারিয়ার শুরু করেন বব ডিলান। গানের দুনিয়ায় নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ৮১ বছরের জীবনে অনেক অর্জন আছে তার। সাহিত্যে নোবেল পুরস্কারও পেয়েছেন। নন্দিত এই গায়ক, গীতিকারের জীবনের প্রথম দিকের ঘটনাবলি তুলে ধরা হবে ‘আ কমপ্লিট আননোন’ সিনেমাতে।