নাশকতার অভিযোগে নাসিক কাউন্সিলর আটক
নাশকতায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইস্রাফিল প্রধানকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) চাউলাই মারমা জানান, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা কাউন্সিলর ইস্রাফিল প্রধানকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।
কাউন্সিলর ইস্রাফিল এক সময় বিএনিপর রাজনীতিতে জড়িত ছিলেন। পরবর্তীতে ২০১৮ সালে নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য শামীম ওসমানের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। ২০১৮ সালের নির্বাচন পরবর্তী সময়ে বেশ কিছুদিন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তীতে আবার তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।