টেকনাফে ট্রলারডুবি, সৈকতে ভেসে এল ২ জনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
২৬ জুলাই ২০২৪, ১৩:৩৮
শেয়ার :
টেকনাফে ট্রলারডুবি, সৈকতে ভেসে এল ২ জনের মরদেহ

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার ও স্পিডবোট ডুবির ঘটনায় ২ জনের মরদেহ টেকনাফ পশ্চিম সৈকতে ভেসে এসেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।

নিহতরা হলেন- মৃত আজম আলীর ছেলে মো. ইসমাঈল (২৮) ও মৃত আবদুর রহমানের ছেলে মোহাম্মদ ফাহাদ (৩০)। তাদের মধ্যে ইসমাইল ট্রলারের যাত্রী। আর ফাহাদ স্পিডবোট নিয়ে ট্রলার ডুবে নিখোঁজদের খুঁজতে গিয়ে নিখোঁজ হন। এখনো নিখোঁজ রয়েছেন ছলিম উল্লার ছেলে নুর মোহাম্মদ সৈকত (২৭)। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের শাহপরীর দ্বীপের অদূরে ট্রলার ডুবির ঘটনা ঘটলে কয়েকজন নিখোঁজ হন। পরে কিছু লোক ৪টি স্পিডবোট নিয়ে তাদের উদ্ধার করতে যায়। এতে ঢেউয়ের ধাক্কায় একটি স্পিডবোট ডুবে যায়। এ ঘটনায় ৩ জন নিখোঁজ ছিলেন। শুক্রবার সকাল ১০টার দিকে দুইজনের মরদেহ টেকনাফ পশ্চিম সৈকতে ভেসে আসে।

প্রসঙ্গত, গত বুধবার দুপুরে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে মাঝ-সাগরে মাছ ধরার ট্রলারটি ১২ যাত্রী নিয়ে ডুবে যায়। স্থানীয়দের তৎপরতায় ১১ জন উদ্ধার হলেও নুর মোহাম্মদ সৈকত নিখোঁজ হন। ওই তরুণকে খুঁজতে গিয়ে বুধবার সন্ধ্যায় স্পিডবোট ডুবে আরও দুই যুবক নিখোঁজ হন। পরে সৈকতকে পাওয়া না গেলেও ইসমাঈল ও মোহাম্মদ ফাহাদের মরদেহ ভেসে আসে।