নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধের আহ্বান কমলা হ্যারিসের
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। তিনি গাজা যুদ্ধে হতাহতদের নিয়ে গুরুতর উদ্বেগের কথা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।
বিবিসির সংবাদে বলা হয়, গতকাল হোয়াইট হাউসে নেতানিয়াহু কমলা হ্যারিসের সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আলোচনা গঠনমূলক ও স্পষ্ট হয়েছে।‘
কমলা হ্যারিস বলেন, ‘এই যুদ্ধ এখন বন্ধের সময় এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট এ সময় দ্বি-রাষ্ট্র সমাধানের পথের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন। ‘
তবে ইসরায়েলের প্রতি অটুট প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গত ৭ অক্টোবর এই সংঘাতের শুরু হয়। সে সময় হামাস সন্ত্রাসীদের হামলায় নিহত হয় ১২০০ ইসরায়েলি এবং ২৫০ জনকে জিম্মি করা হয়।‘
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘নিজেকে রক্ষার অধিকার আছে ইসরায়েলের তবে সেটা তারা কীভাবে করে এটাই হলো ব্যাপার।‘ এ সময় তিনি গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ‘আমরা নিজেদেরকে কষ্টের কাছে অসাড় হতে দিতে পারি না এবং আমি এনিয়ে নীরব থাকব না।‘
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস