পুলিশ সদস্যকে কামড়ানো মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
রাজশাহীতে নারী কনস্টেবলের হাতে কামড় দেওয়া মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে মোহনপুর উপজেলা কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দুই নারী কনস্টেবলের ওপর হামলার ঘটনায় আজ শেখ হাবিবাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে আহত কনস্টেবল বাদী হয়ে মোহনপুর থানায় মামলা করেন। সেই মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ২২ জুলাই রাতে মোহনপুর উপজেলা সদরের বাজারে কনস্টেবল শান্তনা মহান্তের সঙ্গে বাগ্বিতণ্ডার পর মারামারির ঘটনা ঘটে। সেখানে কনস্টেবল শান্তনা মহান্ত ও সাথী রানি শীলকে মারধর করেন মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবা। এ সময় কনস্টেবল শান্তনা মহান্তের বাম হাতের কব্জিতে কামড় দেন শেখ হাবিবা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?