নিজ ঘরে ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি
২৫ জুলাই ২০২৪, ১৯:৫৭
শেয়ার :
নিজ ঘরে ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

রাজবাড়ীর কালুখালীতে পারিবারিক কলহের জেরে ফাঁস নিয়ে জিহাদ খান (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত জিহাদ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের গাজী খানের ছেলে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে যুবকের নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, জিহাদ খান সকালে কাজে যাবে বলে রেডি হওয়ার সময় নিজের ঘরে যান। ঘরে ঢুকে গলায় ফাঁস নেন। তাকে মুমূর্ষ অবস্থায় চাচাতো ভাই হায়েজ আলী লোকজনের সহায়তায় উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাজবাড়ী সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. শাহিন, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন, উপপরিদর্শক (এসআই) বিনয় সরকার হাসপাতালে যান।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।