প্রেমের বাজারে এসে ধরা কারাগার থেকে পালানো ফারুক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জুলাই ২০২৪, ১৫:৫৬
শেয়ার :
প্রেমের বাজারে এসে ধরা কারাগার থেকে পালানো ফারুক

নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আনসার আল-ইসলামের সক্রিয় সদস্য মো. ফারুক আহমেদ (৪৩) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার সোনারগাঁয়ের প্রেমের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১১-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

গ্রেপ্তার ফারুক আহমেদ নরসিংদীর মাধবদীর নুরালাপুরের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে তানভীর মাহমুদ পাশা জানান, মো. ফারুক আহমেদ ২০১৩ সালে নরসিংদীর নুরালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত থাকা অবস্থায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত ছিলেন। জঙ্গি সংঘটনের সঙ্গে জড়িত থাকার অপরাধে ২০২২ সালে র‌্যাব-৯ তাকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত ফারুক নরসিংদী কারাগারেই বন্দী ছিলেন। পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত ফারুক কারাগারের ৪ নম্বর সেলে থাকতেন। সেখানে হিজবুল্লাহ, মইনুদ্দিন এবং আব্দুল আলীম নামে আরও ৩ জঙ্গি তার সঙ্গে থাকতেন।

গ্রেপ্তার ফারুকের বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা আরও জানান, গত ১৯ জুলাই নরসিংদী কারাগারে অন্য দিনের মতো বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সব আসামিকে বিনোদনের সময় দেওয়া হয়। ওই সময় গ্রেপ্তার আসামিসহ সবাই নিজ নিজ সেল থেকে বের হয়ে কারাগারের ভেতর হাঁটছিলেন। বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে নরসিংদী জেলা কারাগারের দিকে কয়েক হাজার হামলাকারী উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় কারাগার লক্ষ্য করে ইট-পাটকেল এবং পরে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

প্রাথমিকভাবে কারারক্ষীরা হামলাকারীদের প্রতিহতের চেষ্টা করে। শুরু হয় পাল্টা-পাল্টি ধাওয়া। একপর্যায়ে কারারক্ষীরা পিছু হটতে বাধ্য হয়। সেই সময় হামলাকারীরা নরসিংদী কারাগারে ঢুকে পড়ে এবং অগ্নিসংযোগ করে। এ সময় ৪ কারারক্ষী গুরুতর আহত হন। একপর্যায়ে কারারক্ষীরা জেলখানার ভেতরে ঢুকে পড়ে নিজেদের রক্ষা করেন। পরে হামলাকারীরা মূল কারাগারের ভেতরে প্রবেশ করে শাবল ও লোহার রড দিয়ে কারাগারের তালা ভেঙে ফেলে এবং কয়েদিদের পালিয়ে যেতে সাহায্য করে। একপর্যায়ে হামলাকারীরা কারারক্ষীদের কাছ থেকে চাবি নিয়ে সেলের তালা খুলে কয়েদিদের বের করে দেয়।

এ সময় অস্ত্র ভাণ্ডার ভেঙে ৮৫টি অস্ত্র এবং প্রায় ৮ হাজার রাউন্ড গুলি লুট করে হামলাকারীরা। ওই সময় জঙ্গি ফারুক কারাগার থেকে পালিয়ে যায়। গত ২০ জুলাই ফারুক ঢাকায় তার বোনের বাসায় যায়। দুদিন পর গত ২২ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রেমের বাজার এলাকায় তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগের সময় ৯ জঙ্গিসহ ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়। এ সময় অস্ত্র-গোলাবারুদ ও খাদ্যপণ্য লুট করাসহ ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনার পর থেকেই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই র‌্যাব-১১ নরসিংদীর জেলা কারাগার থেকে পলাতক জঙ্গিদের ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে।