গণতন্ত্র রক্ষার্থে একসঙ্গে কাজ করার আহ্বান বাইডেনের

অনলাইন ডেস্ক
২৫ জুলাই ২০২৪, ১০:৩৮
শেয়ার :
গণতন্ত্র রক্ষার্থে একসঙ্গে কাজ করার আহ্বান বাইডেনের

গণতন্ত্র রক্ষার্থে একসঙ্গে কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘আসুন, গণতন্ত্র রক্ষায় সবাই একসঙ্গে কাজ করি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল বুধবার ওভাল অফিস থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টেলিভিশনে তার ভাষণ সম্প্রচার করা হয়।

রোববার আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বাইডেন।

এদিকে জো বাইডেন প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন তিনি।

এ প্রসঙ্গে জো বাইডেন বলেন, ‘কমলা হ্যারিস অত্যন্ত অভিজ্ঞ, কঠোর পরিশ্রমী ও দেশ পরিচালনায় সক্ষম। তাকে ধন্যবাদ। তিনি আমার অবিশ্বাস্য অংশীদার ছিলেন।’

মার্কিন গণতন্ত্র প্রসঙ্গে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘রাজা নয়, বরং জনগণই শাসন করে আমেরিকা। জনগণের হাতেই সকল ক্ষমতা।’

দেশবাসীর উদ্দেশ্যে মার্কিন এ প্রেসিডেন্ট আরও বলেন, ‘আপনার হাতেই রয়েছে আমেরিকার ক্ষমতা। আপনিই ইতিহাসের নির্মাতা। তাই আসুন, আমরা এক সঙ্গে গণতন্ত্র রক্ষায় কাজ করি।’

একদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যদিকে কমলা হ্যারিস যার যার নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, কমলা হ্যারিস ইতোমধ্যেই ১ হাজার ৯৭৬ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। ডেমোক্রেটিক পার্টিতে ডেলিগেটের সংখ্যা প্রায় ৪ হাজার।

সোমবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস বলেন, ‘দলের প্রার্থী নির্বাচিত হতে আজ রাতে আমি বড় পরিসরে সমর্থন পেয়েছি। এ নিয়ে আমি গর্বিত।’