নবীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক
২৫ জুলাই ২০২৪, ০৮:৪৪
শেয়ার :
নবীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে নবীনগর উপজেলার বড় বাংগরা বাইতুন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকি ইউনিয়নের বাইরা গ্রামের সেলিম মিয়ার ছেলে সাব্বির মিয়া (২২), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের জিনোদপুর গ্রামের হাফেজ মিয়ার ছেলে গোলাম রাব্বি (২৫) ও একই উপজেলার মালাই গ্রামের কাদির মেম্বারের ছেলে পিয়াস চৌধুরী (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কড়ুইবাড়ি গ্রামের হাফিজ মিয়ার ছেলে গোলাম রাব্বি ও মালাই গ্রামের কাদির চৌধুরীর ছেলে পিয়াস চৌধুরী মোটরসাইকেল নিয়ে নবীনগরের দিক যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে ফিরছিলেন মুরাদনগর উপজেলার বাইরা গ্রামের সেলিম মিয়ার ছেলে সাব্বির মিয়া (২২)। এ সময় নবীনগর উপজেলার বড় বাংগরা বাইতুন জামে মসজিদের সামনে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হলে সাব্বির মিয়া ঘটনাস্থলে নিহত যায়। গুরুতর আহত গোলাম রাব্বি ও পিয়াস চৌধুরীকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।