বিক্ষোভের পর কেনিয়ায় নতুন মন্ত্রিসভা গঠন
কর বিরোধী তীব্র আন্দোলনের জেরে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠন করেছে কেনিয়া। আজ বুধবার দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো মন্ত্রীসভার নতুন সদস্যদের নাম ঘোষণা করেন।
গতমাসে কেনিয়ায় নতুন এক বিলে সাধারণ মানুষের করের হার বাড়ানোর কথা বলা হয়েছে। আর এতেই অসন্তোষ ছড়িয়ে পড়ে সারাদেশে। রাজধানী নাইরোবিতে রাজপথে নেমে আসে মানুষ। পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ারও ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও গুলি চালায় পুলিশ। এতে একাধিক হতাহতের ঘটনা জানা যায়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এর প্রেক্ষিতে চলতি মাসে প্রায় পুরো মন্ত্রিসভাই বিলুপ্ত করেন রুটো। নতুন মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে দেশটির প্রধান বিরোধী দলের চার সদস্যকে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে বিরোধী দলের সদস্যদের মন্ত্রীসভায় যুক্ত করলেও সাধারণ মানুষ এখনো প্রেসিডেন্ট রুটোকে বিশ্বাস করতে পারছেন না। যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগই তরুণ। তারা এখনো রুট্টোর পদত্যাগের দাবি জানিয়ে আসছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস