গাজীপুরে শিল্পকারখানায় স্বাভাবিক পরিস্থিতি রয়েছে: শিল্প পুলিশ
গাজীপুরে ২ হাজার ৭০০ শিল্পকারখানায় স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। কোথাও কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কারখানায় শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক। সবগুলো কারখানায় উদৎপাদন চলছে। দু’একটি কারখানা হয়তো ব্যতিক্রম থ্কতে পারে, সেটা তাদের নিজেদের কারণে।
আজ বুধবাবর দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় গণমাধ্যমকে এসব কথা বলেন গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, সহিংস আন্দোলনের কারণে দেশে কারফিউ চলমান আছে। যে কারণে শিল্পকারখানা বন্ধ ছিল। চারদিন পর বুধবার কারফিউ শিথিল করা হয়। চলতে শুরু করেছে শিল্প কারখানা। বিভিন্ন শিল্পকারখানা ঘুরে দেখেছি সকল কারখানাতে শ্রমিকর উপস্থিত স্বাভাবিক।
শ্রমিকরা যথা সময়ে কারখানায় নিরাপদে পৌঁছেছে। কোনো অপৃতিকর ঘটনা ঘটেনি। কোথাও সহিংসতা ঘটতে পারে এমন তথ্য নেই। শিল্পকারখানা ও শ্রমিকদের নিরাপত্তায় সেনাবাহিনীসহ আইনশৃংখলা বাহিনী কাজ করছে।
তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শিল্পকারখানাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিল্পে কোনধরণের নাশকতার আশঙ্কা নেই। ইন্টারনেট বন্ধ থাকার কারণে ব্যাংকিং কার্যক্রম বন্ধ ছিল। তাই শ্রমিকদের বেতন পেতে সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা শ্রমিকদের বেতনের সমস্যা সমাধানে কাজ করছি।