কোটা সংস্কারের রায় ও প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়েছে এডিটরস গিল্ড

অনলাইন ডেস্ক
২৪ জুলাই ২০২৪, ১৮:১৬
শেয়ার :
কোটা সংস্কারের রায় ও প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়েছে এডিটরস গিল্ড

কোটা সংস্কার বিষয়ে আপিল বিভাগের রায় ও প্রজ্ঞাপন জারিকে স্বাগত জানিয়েছে এডিটরস গিল্ড বাংলাদেশ। 

এডিটরস গিল্ড বাংলাদেশ এর সভাপতি মোজাম্মেল হক বাবু স্বাক্ষরিত মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানায়, উচ্চ আদালতের রায় ও সরকারের প্রজ্ঞাপন জারির ফলে এখন আর আন্দোলনের সুযোগ নেই। এই কোটা সংস্কারকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে যে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার অবসান করতে হবে। এই অবস্থায় শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরে যাবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

একইসঙ্গে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যারা সহিংসতা করেছে, আগুন দিয়ে সম্পদ ও জানমালের ব্যাপক ক্ষতি সাধন করেছে তাদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছে এডিটরস গিল্ড বাংলাদেশ।