গল্পটি নার্স খুনের
কেশবপুর এলাকায় একের পর এক নার্স (সেবিকা) খুন হচ্ছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সবখানে। কারা বেছে বেছে নার্সকে খুন করছে আর কেনই-বা করছে? এমন রহস্য ঘেরা গল্প নিয়ে নির্মাণ হয়েছে ‘একটি খোলা জানালা’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা। ভিকি জাহেদের পরিচালনায় সিনেমাটি গেল ১৮ জুলাই মুক্তির কথা থাকলেও কোটা সংস্কার আন্দোলনের কারণে তা স্থগিত করেছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ।
ওটিটি প্ল্যাটফর্মের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে সিনেমার মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এই সিনেমায় দুই সেবিকার চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ফারিণ জানান, এ ধরনের চরিত্রে এবারই প্রথম পাওয়া যাবে তাকে। তার কথায়, ‘সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প আমার ভালো লাগে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প শুনে খুব ভালো লেগেছে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট