শুটিংয়ে নামছেন রোশান-বুবলী
প্রায় ৮ মাস পর আবারও শুটিংয়ে যাচ্ছেন ‘তুমি যেখানে আমি সেখানে’র নির্মাতা দেবাশীষ বিশ্বাস। এর আগে, গেল নভেম্বরে সিনেমাটির শুটিং হয়েছিল এফডিসি ও ঢাকার বিভিন্ন লোকেশনে। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী ও জিয়াউল রোশান।
জানা গেছে, ‘তুমি যেখানে আমি সেখানে’র ৭০ শতাংশ শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী মাসের ১০ আগস্ট থেকে আবার শুরু হচ্ছে এর শুটিং।
নির্মাতা দেবাশীষ বিশ্বাস বলেন, ‘প্রযোজক তার ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন। অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। এখন তিনি সবুজ সংকেত দিয়েছেন, আমাদের শুটিংয়ের প্রস্তুতি নিতে বলেছেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শুটিংয়ের বিষয়ে নির্মাতা ইতিমধ্যেই কথা বলেছেন রোশান ও বুবলীর সঙ্গে। তারা সঠিক সময়েই শুটিং সেটে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।
এদিকে, নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমাটি। এতে মেকআপের দায়িত্ব পালন করছেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট