আসছে সালমান খানের ‘কিক ২’
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের ‘কিক’বলিউড বক্স অফিসে সুপারহিট হয়। তখন গুঞ্জন শোনা গিয়েছিল, নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা এ সিনেমার সিক্যুয়েল বানাবেন। এবার শোনা যাচ্ছে, সিক্যুয়েলের শুটিং শুরু হবে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে।
ভারতীয় গণমাধ্যম সূত্র থেকে জানা যায়, ‘কিক ২’-এর নির্মাতা সাজিদ ইতোমধ্যেই জানিয়েছেন, সিনেমাটি কাগজে-কলমে রয়েছে এবং এর কাজও এগিয়ে চলছে।
এর আগে নির্মাতা সাজিদ বলেছিলেন, ‘আমি কিক-এর মাধ্যমে একজন পরিচালক হিসেবে নিজেকে তুলে ধরেছি এবং এটাই আমার প্রিয় জায়গা। যে মুহূর্তে আমি কিক সম্পর্কে কথা বলি, আমি ইন্ডাস্ট্রি থেকে খবর পাই যে ডিজিটাল দুনিয়ায় নানা প্রশ্ন ঘুরছে।‘
তিনি আরও জানান, কখন ‘কিক ২’ মুক্তি পাবে সেটাই দেখার অপেক্ষায় সবাই। এবার আমি সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছি, কিকের আরও একটি এক্সটেনশন আসবে। এটা সম্পূর্ণ লিখিত। কিন্তু সময়ের প্রয়োজন।
‘কিক ২’সিনেমায় সালমানকে একটি শক্তিশালী ভূমিকায় দেখা যাবে। বর্তমানে সালমান খান রাশমিকা মান্দানার সঙ্গে ‘সিকান্দার’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিক’-এ সালমান খানের সঙ্গে আরো অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, জ্যাকলিন ফার্নান্দেজ, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং রণদীপ হুদা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট