তুমি আমার শক্তি : হিনা খান

বিনোদন ডেস্ক
২৪ জুলাই ২০২৪, ১৪:২৫
শেয়ার :
তুমি আমার শক্তি : হিনা খান

তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে ভুগছেন বলিউড অভিনেত্রী হিনা খান। নিজের এই কঠিন যাত্রার প্রতি মুহূর্তের ছবিই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন হিনা। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে ছবি শেয়ার করেছেন হিনা খান। ছবিতে কালো টিশার্টে দেখা যায় হিনা ও তার প্রেমিক রকিকে। এ সময় রকিকে ধন্যবাদও দেন হিনা খান। 

হিনা রকিকে উল্লেখ লিখেছেন, ‌‘তুমিই সেরা। আল্লাহ সবসময় তোমাকে সুখে রাখুক। তুমি আমার শক্তি।’

এক সপ্তাহ আগে রকিও হিনার সঙ্গে আদুরে ছবি শেয়ার করেন। যেখানে তিনি লেখেন, ‘যখন সে হাসে, তখন আলোও আরও আলোকিত হয়। যখন সে খুশি থাকে, তখন জীবন কথা কয়। যখন সে আমার সাথে থাকে, আমি আরও ভালোবাসতে শিখি। যখন আমি তার সাথে থাকি, কোনো কিছুই পরোয়া করি না।’

উল্লেখ্য, ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান। টিভি সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এ অক্ষরা চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। টেলিভিশন সাফল্যের পাশাপাশি হিনা ‘বিগ বস’ এবং ‘খতরন কে খিলাড়ি’র মতো রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেছেন। তারপর তাকে ‘হ্যাকড’ সিনেমায় দেখা গেছে।