দীপিকাকে ছেড়ে যে কারণে শাহরুখের ম্যানেজার হন পূজা

বিনোদন ডেস্ক
২৪ জুলাই ২০২৪, ১৩:১৬
শেয়ার :
দীপিকাকে ছেড়ে যে কারণে শাহরুখের ম্যানেজার হন পূজা

২০১২ সালে শাহরুখের খানের ম্যানেজার হিসেবে কাজে যোগ দেন পূজা দদলানি। দীর্ঘ ১২ বছর ধরে পূজা অন্য কোনও তারকার ম্যানেজার হওয়ার কথা দু:স্বপ্নেও ভাবেননি। আর এখন তো তিনি শাহরুখের পরিবারেরই একজন সদস্য হয়ে উঠেছেন।

শাহরুখের কলকাতা নাইট রাইডার্স দলেরও যাবতীয় বিষয় দেখভাল করার পাশাপাশি বলিউড বাদশা বিদেশে কোনো কাজে গেলে পূজাও সঙ্গে যান। সবকিছু দেখভালের কারণে শাহরুখের কাছ থেকে মোটা পারিশ্রমিকও পান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়়, বছরে ৪৫ কোটি টাকা বেতন পেয়ে বলিউড তারকাদের সকল ম্যানেজারদের মধ্যে পূজা সবচেয়ে ধনী। এ ছাড়া শাহরুখ আর পূজার একই দিনে জন্মদিন হওয়ায় প্রতি বছরই ধুমধাম করে পূজার জন্মদিন পালন করেন বাদশা শাহরুখ খান।

তবে শাহরুখের ছায়াসঙ্গী ম্যানেজার পূজা কিন্তু একটা সময় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ম্যানেজার ছিলেন। তবে ‘ওম শান্তি ওম’ছবির শুটিং চলাকালেও পূজা দীপিকার ম্যানেজার হিসেবে কাজ করছিলেন বলে জানা যায়।

সম্প্রতি চলচ্চিত্র পরিচালক ফারহা খান এক সাক্ষাৎকারে বলেন, ‘এসআরকের আগে দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করতেন পূজা। সেই সময় বছরে ৯ কোটি টাকা বেতন নিতেন তিনি। তবে শাহরুখের সঙ্গে কাজ করার পর পূজার উপার্জন আরও কয়েক গুণ বেড়ে যায়।‘