ডিম্বাণু সংরক্ষণ করছেন এষা গুপ্তা
অভিনয় জীবনের দীর্ঘ ক্যারিয়ারে তেমনভাবে আলোচনায় আসতে পারেননি বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। এষা অভিনীত ‘টোটাল ধামাল’, ‘রাজ-৩’, ‘জান্নাত-২’, ‘রুস্তম’সহ বেশ কিছু সিনেমা দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেললেও তার কপালে প্রশংসা জুটেনি।
এবার বলিউডকে বিদায় জানিয়ে নব এক জীবনের উদ্দেশ্যে স্পেনে পাড়ি জমিয়েছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে এষা বলেছেন, ‘অভিনয় ক্যারিয়ারে আমি সফল নাকি ব্যর্থ, তা নিয়ে কখনও আলাদা করে ভাবতে বসিনি। এমনকি সিনেমার কাজের জন্য কখনোই এদিক-ওদিক ছোটাছুটি করিনি। সে কারণে জীবনযাপন এলোমেলো হয়ে যাওয়া কিংবা টেনশনে থাকা– এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়নি। আমি জীবনে সুখ-শান্তিকে প্রাধান্য দিয়েছি। খ্যাতির মোহে নয়, অভিনয়, মডেলিং থেকে শুরু যা কিছুই করেছি, তা একান্ত ভালো লাগা থেকে। আর চাহিদা পূরণ, স্বাচ্ছন্দ্য বজায় রাখতে নিজেদের ব্যবসার দিকে নজর রেখেছি। এই সময়ে এসে মনে হয়েছে, জীবন নতুনভাবে গুছিয়ে নেওয়া দরকার। তাই ব্যবসা প্রতিষ্ঠানকে স্পেনে স্থানান্তর করে সেখানেই বসবাসের পরিকল্পনা করেছি।’
তিনি আরও জানান, জীবনের নতুন অধ্যায় শুরু করতে বিয়ে নিয়েও ভাবতে শুরু করেছেন। পাত্র আর কেউ নন, প্রেমিক ম্যানুয়েল ক্যাম্পোস গুলার। যার সঙ্গে বেশ কিছুদিন ধরে ডেট করছেন তিনি। শুধু বিয়ে নয়, মা হওয়ার বাসনাও লালন করছেন। ভারতীয় গণমাধ্যমে এ অভিনেত্রী সোজাসাপ্টা জানিয়েছেন, মা হওয়ার প্রবল বাসনায় ৩০ বছর বয়স থেকে ডিম্বাণু সংরক্ষণ করছেন তিনি। অভিনেত্রী না হলে অন্তত তিন সন্তানের জননীরূপে দেখা যেত তাকে। মাতৃত্বের স্বাদ নেওয়ার প্রতি যে তার প্রবল বাসনা, এষার এ কথা থেকেই এরকম বোঝা যাচ্ছে। বর্তমানে তিনি প্রেমিক ম্যানুয়েল ক্যাম্পোসকে নিয়ে বিয়ে ও ঘর-সংসারের প্রতি বিশেষ মনোযোগী হয়ে উঠেছেন।