দেড় যুগ পর দক্ষিণী সিনেমায় শিল্পা

বিনোদন ডেস্ক
২৪ জুলাই ২০২৪, ১২:০২
শেয়ার :
দেড় যুগ পর দক্ষিণী সিনেমায় শিল্পা

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তবে বলিউডে নয়, এবার দক্ষিণী সিনেমাতে অভিনয়ের মাধ্যমে নতুন করে ক্যারিয়ার শুরু করছেন এ অভিনেত্রী। ইতোমধ্যে ‘কে ডি : দ্য ডেভিল’ নামের একটি দক্ষিণ ভারতীয় সিনেমায় তিনি কাজ শুরু করেছেন বলে জানা যায়। এ সিনেমায় সহশিল্পী দক্ষিণ ভারতের আলোচিত ধ্রুব সারজা আছেন গ্যাংস্টারের ভূমিকায়। এছাড়াও সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহিও অভিনয় করবেন এ সিনেমায়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘কে ডি:দ্য ডেভিল’সিনেমায় তাকে ‘সত্যবতী’নামের একটি চরিত্রে দেখা যাবে। ‘সত্যবতী’র প্রথম লুক ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে। পুরোনো গাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে, পরনে শাড়ি, কাঁধ থেকে ঝুলে আছে লম্বা বেণী। চোখে আদি আমলের এক সানগ্লাস। ঠিক এমনই এক লুকে দেখা যায় এ অভিনেত্রীকে।

সত্তরের দশকে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা-অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে বলে জানা গেছে। প্রেম পরিচালিত বিগ বাজেটের ‘কে ডি:দ্য ডেভিল’আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।