সচিবালয়ে প্রবেশে ব্যাপক তল্লাশি

অনলাইন ডেস্ক
২৪ জুলাই ২০২৪, ১২:০১
শেয়ার :
সচিবালয়ে প্রবেশে ব্যাপক তল্লাশি

সাধারণ ছুটির পর বুধবার সরকারি-বেসরকারি অফিস চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে। এদিন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রবেশে ব্যাপক তল্লাশি করতে দেখা গেছে।

আজ বুধবার সরেজমিনে দেখা যায়, সচিবালয়ের সামনে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া প্রবেশের গেটে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা ব্যাগ নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে চাচ্ছেন, তাদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে। নারীদের তল্লাশি করার জন্য নারী পুলিশ সদস্যরা।   

এদিকে রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো আজ খুলে দেওয়া হয়েছে। সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। সড়ক, মহাসড়কগুলোয় যান চলাচল ইতোমধ্যে শুরু হয়েছে। আজ ও আগামীকাল সরকারি-বেসরকারি অফিস চলবে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত। ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ ৭ ঘণ্টা শিথিল।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে গত শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। যা এখনো বহাল আছে।