ইথিওপিয়ায় ভূমিধস, নিহত ২২৯

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৪, ০৮:৩৬
শেয়ার :
ইথিওপিয়ায় ভূমিধস, নিহত ২২৯

ইথিওপিয়ায় ভূমিধসে কমপক্ষে ২২৯ জন নিহত হয়েছেন। দুটি পৃথক ভূমিধসে এই প্রাণহানির ঘটনা ঘটে।

গতকাল মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইথিওপিয়ায় দুটি ভূমিধসে ২১৯ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে গত সোমবার দেশটির গোফা জোনের প্রত্যন্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। প্রথম ভূমিধসের পর সেখানে সাহায্যের জন্য জড়ো হওয়া লোকেরা দ্বিতীয় ভূমিধসের ঘটনায় চাপা পড়েন।

স্থানীয় যোগাযোগ বিষয়ক বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গত সোমবার গোফা জোনের কেনচো-শাচা এলাকায় বিপর্যয়ের পর কমপক্ষে ১৪৮ জন পুরুষ এবং ৮১ জন নারী নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় আঞ্চলিক রাজ্যের প্রতিনিধি আলেমায়েহু বাউদি মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।

এদিকে ভূমিধসের ঘটনার পর পাঁচজনকে কাদা থেকে জীবিত টেনে তোলা সম্ভব হয়েছে বলে সরকারি মালিকানাধীন ইথিওপিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ইবিসি) জানিয়েছে।