আজ খুলছে সরকারি-বেসরকারি অফিস

অনলাইন ডেস্ক
২৪ জুলাই ২০২৪, ০৮:০৬
শেয়ার :
আজ খুলছে সরকারি-বেসরকারি অফিস

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এবং টানা তিনদিন সাধারণ ছুটির পর আজ বুধবার খুলছে সব সরকারি-বেসরকারি অফিস। এদিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস চলবে। ব্যাংকের লেনদেনও চলবে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত।

 বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আজ থেকে সারাদেশে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কিছু ব্যাংকের নির্ধারিত শাখায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। কোনো কোনো শাখা খোলা থাকবে নিজ নিজ ব্যাংক সেই সিদ্ধান্ত নেবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে সরকার। গত রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। গতকাল মঙ্গলবার দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। আজ সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল আছে।