তেলের ট্যাঙ্কার আটক করেছে ইরান
ইরানের রেভ্যুলেশনারি গার্ড জানিয়েছে, তোগোর পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার আটক করেছে তারা। ওই ট্যাঙ্কারে ১২ জন বিদেশি ক্রুকেও একই সঙ্গে আটক করেছে তেহরান। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ট্যাঙ্কারটি তেল পাচার করছিল। খবর এএফপি।
সোমবার ট্যঙ্কারটি আটক করেছে ইরান কর্তৃপক্ষ। রেভ্যুলেশনারি গার্ড জানিয়েছে, তোগোলিজের পতাকাবাহী ট্যাঙ্কারটিতে দেড় মিলিয়ন লিটারের বেশি তেল ছিল। বিবৃতিতে আরও বলা হয়, ট্যঙ্কারটি ইতোমধ্যে বুশহের বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ১২ জন ক্রু সেখানে অবস্থান করছে। ক্রুদের মধ্যে ভারতীয় ও শ্রীলংকান নাগরিক রয়েছে। চলতি বছর জানুয়ারি থেকে ইরান প্রায় দুই মিলিয়ন লিটারের বেশি পাচারকৃত তেল জব্দ করেছে। এ ছাড়া ১৪ জন ক্রুকে গ্রেপ্তারও করেছে তেহরান। বিশ^বাজারে ইরানের তেলের দাম কম হওয়ায় চোরাকারবারিরা বেশি মুনফার লোভে দেশটি থেকে তেল পাচারের চেষ্টা করে থাকে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!