ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক
বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট (bsl.org.bd) হ্যাক হয়েছে। আজ বৃহস্পতিবার সংঘটনটির ওয়বেসাইট ঘুরে এই তথ্য পাওয়া যায়।
জানা গেছে, ওয়েবসাইটের ল্যান্ডিং পৃষ্ঠায়, ছাত্রলীগ এবং এর কার্যক্রম সম্পর্কে স্বাভাবিক তথ্যের পরিবর্তে, অজ্ঞাতনামা ব্যক্তিদের ছবিসহ একটি ভিজ্যুয়াল বৈশিষ্ট্য রয়েছে, যার পরে চলমান কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে একাধিক বার্তা রয়েছে।
ওয়েবসাইটের ওপরে, একটি বাক্য দেখা যাচ্ছে যা বলে ‘হ্যাকড বাই দ্য রেসিস্ট্যান্স’। এছাড়াও কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশ্য করে হ্যাকাররা লিখেছেন, ‘এটা প্রতিরোধ নয়, এখন যুদ্ধ।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ওয়েবসাইটের যেকোনো জায়গায় ক্লিক করলে এখন অপারেশন হান্টডাউন নামে একটি টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে লিঙ্ক করা হয়।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা। আজ রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত সংঘর্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?