ব্যাংক থেকে আরও বেশি ঋণ নিতে পারবে সরকার
ঐতিহ্য ভেঙে প্রথমবারের মতো সরাসরি ওয়েবসাইটে নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশে ব্যাংক। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয়। নতুন মুদ্রানীতিতে, ব্যাংক থেকে সরকারকে আরও বেশি ঋণ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার আগের মতোই ৮ দশমিক ৫০ শতাংশ, এসডিএফের হার ৭ শতাংশ ও এসএলএফের হার ১০ শতাংশ রাখা হয়েছে। সরকারি ব্যয়ের জন্য নতুন অর্থ ছাপানো থেকে বিরত থাকবে কেন্দ্রীয় ব্যাংক। তবে প্রয়োজনীয় নীতিগত ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংক প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, এখন থেকে গাড়ি, ফলমূল, ফুল ও প্রসাধনী আমদানির ক্ষেত্রে শুধু ঋণপত্রের (এলসি) বিপরীতে নগদ অর্থ জমা দিয়ে এসব পণ্য আমদানি করতে হবে। এর বাইরে অন্য পণ্য আমদানিতে অগ্রিম অর্থ জমার বিষয়টি শিথিল করা হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নতুন মুদ্রানীতি কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বেসরকারিখাতের ঋণের প্রবৃদ্ধি আগের মতো রাখা হয়েছে। গত জুন পর্যন্ত বেসরকারিখাতের ঋণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৯ দশমিক ৮ শতাংশ। আগামী ডিসেম্বর পর্যন্ত বেসরকারি ঋণের প্রবৃদ্ধির এ হারই বহাল রাখা হয়েছে। অন্যদিকে, সরকারিখাতের ঋণের প্রবৃদ্ধি জুন শেষে দাঁড়িয়েছে ১২ দশমিক ৮ শতাংশ।
নতুন মুদ্রানীতিতে সরকারি ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আগের চেয় বাড়িয়ে ১৪ দশমিক ২ শতাংশ করা হয়েছে। অর্থাৎ ব্যাংকখাত থেকে সরকার আরও বেশি ঋণ নিতে পারবে, সেই সুযোগ রাখা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত থাকলেও বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বিভিন্ন পর্যালোচনার পর কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটি সিদ্ধান্তে পৌঁছেছে, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত বর্তমান কঠোর মুদ্রানীতি অব্যাহত রাখতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সম্প্রতি মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমলেও তা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে সাংবাদিকরা কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের অনুষ্ঠান বর্জন করে আসছেন। বাজেট পরবর্তী সরকারের সংবাদ সম্মেলনেও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের বক্তব্য শুনবেন না বলে জানান ব্যাংকখাতের সংবাদ নিয়ে কাজ করা সাংবাদিকরা। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন না করে সরাসরি ওয়েবসাইটে মুদ্রানীতি প্রকাশ করল কেন্দ্রীয় ব্যাংক। সাধারণত সংবাদ সম্মেলন করে মুদ্রানীতি ঘোষণা করা হয়।