রক্তের প্রয়োজনে যোগাযোগ করতে বললেন শাকিবের নায়িকা
কোটা সংস্কার আন্দোলনে উত্তাল দেশ। শিক্ষার্থীদের ক্ষোভের খবর পৌঁছে গেছে বিভিন্ন বিদেশি গণমাধ্যমেও। ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলোতেও প্রকাশিত হচ্ছে খবর। সেখানকার তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে এই আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার কথা বলেছেন বরেণ্য সংগীতশিল্পী কবীর সুমন। এবার কলকাতা থেকে আন্দোলনরত বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার নায়িকা দর্শনা বণিক।
ফেসবুকে রক্তদাতাদের একটি তালিকা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আন্দোলনকারীদের যদি রক্তের প্রয়োজন হয়, যোগাযোগ করবেন।’
কোটা সংস্কারের এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকায় প্রশংসায় ভাসছেন ওপার বাংলার এই অভিনেত্রী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অনেকেই তার পোস্টে মন্তব্য করছেন, দূর থেকে তিনি যেভাবে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছেন, বাংলাদেশী তারকারা সেটুকুও করছেন না।
উল্লেখ্য, কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক কাজ করছেন তেলেগু সিনেমায়। বাংলাদেশে প্রথম আলোচনায় আসেন শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ সিনেমাতে অভিনয় করে। সিনেমাটি এখনো মুক্তির অপেক্ষায়। এই অভিনেত্রীকে দেখা গেছে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। এছাড়াও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট