রওনক লিখলেন, দূরে দাঁড়িয়ে পুলিশের অসহায় দৃষ্টি
গেল ক’দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনে উত্তাল এখন পুরো দেশ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন। কথা বলেছেন শোবিজের তারকারাও। বেশির ভাগ মানুষেই মত দিয়েছেন কোটা সংস্কারের পক্ষে।
চলমান এই আন্দোলন নিয়ে টিভি নাটকের শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকেও এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যা নিয়ে নেটদুনিয়ায় তুমুল সমালোচনা হয়েছে। এরপরই তারা তাদের বক্তব্যে- সাধারণ শিক্ষার্থীদের পক্ষ নেওয়ার বিষয়টি স্পষ্ট করে। জানায়, অতি দ্রুত শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতির অবসান হবে।
এবার সংগঠনটির সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান তার ফেসবুকে লিখেছেন, ‘দেশের প্রায় অধিকাংশ মানুষই কমবেশি কোটা সংস্কার চান। কোটা যুগোপযোগী ও বাস্তব সম্মত হওয়া দরকার এটা প্রায় সবাই-ই বুজছেন। অতি সাধারণ একটি বিষয়কে কেন্দ্র করে আজকের এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না!’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও লিখেছেন, ‘আজ কাজে বেরিয়েছিলাম কিন্তু পৌঁছাতে পারিনি। দু’ঘন্টা রাস্তায় ছিলাম। এই সময়টাতে দেখা… এই তীব্র রোদ ও গরমেও একদল প্রদীপ্ত ছাত্র-জনতার মিছিল… দূরে দাঁড়িয়ে পুলিশের অসহায় দৃষ্টি… সাধারণ জনতার বিক্ষিপ্ত চলাচল, কথাবার্তা… কিছু মানুষ ভীষণ জরুরি কাজে গন্তব্যে পৌঁছানোর জন্য আকুল উদভ্রান্ত! দিনমজুরের রুটিরুজি! জানি… একদিন এসব শান্ত হবে! কোটাও সংস্কার হবে। কিন্তু তারপর! মাঝখানের এই সময়টা! এই দিনগুলো কি ভুলে যাওয়া যাবে! এই চিৎকার! এই হাহাকার! এই মৃত্যু! এই রক্ত! এই হানাহানি! এই কান্না!’
সবশেষে এই অভিনেতা লিখেছেন, ‘এই পরিবার ভেঙে যাওয়া! কাজ ও সময় নষ্ট হওয়া! সম্পদ পুড়ে ছাই! শরীর, মন ও বিশ্বাস গুড়িয়ে যাওয়া! অবিশ্বাস আর ঘৃণা! ভীষণ গৌরবের মুক্তিযুদ্ধকে এইখানে টেনে আনা! এইসব কি কখনো আর ঠিক হবে! এই ক্ষত কি শুকোবে আর কোনোদিন।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট