ইনস্টাগ্রাম পোস্টে ডিভোর্স দিলেন দুবাইয়ের রাজকুমারী

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৪, ১৬:২৫
শেয়ার :
ইনস্টাগ্রাম পোস্টে ডিভোর্স দিলেন দুবাইয়ের রাজকুমারী

দুবাইয়ের শাসকের মেয়ে শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রাশিদা আল মাকতুম প্রকাশ্যে তার স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রাশিদা বিন মানা আল মাকতুমকে ডিভোর্স দিয়েছেন। এই দম্পতির প্রথম সন্তানের জন্মের মাত্র দুই মাসের মাথায় এমন ঘোষণা দিলেন দুইবাইয়ের রাজকুমারী।

ইনস্টাগ্রাম নিজের এক পোস্টে শাইখা মাহরা লিখেন, প্রিয় স্বামী, যেহেতু তুমি অন্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত আছো, আমি এতদ্বারা আমাদের তালাক ঘোষণা করছি। আমি তোমাকে তালাক দিচ্ছি, আমি তোমাকে তালাক দিচ্ছি এবং আমি তোমাকে তালাক দিচ্ছি। নিজের যত্ন নিবে। তোমার সাবেক স্ত্রী।

এই ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়েছে। যেখানে ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করছেন। এমনকি একে অপরের সঙ্গে থাকা ছবিও তারা মুছে দিয়েছেন। যদিও দুবাই রাজকুমারীর অনুসারীদের অনেকে বলছেন, শাইখা মাহারার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

এর আগে গত বছরের মে মাসে মাসে তাদের বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের একটি কন্যা সন্তান জন্ম হয়।