মিরপুরে আমাদের সময়ের ক্যামেরাপারসন বাবু গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৪, ১৬:০৪
শেয়ার :
মিরপুরে আমাদের সময়ের ক্যামেরাপারসন বাবু গুরুতর আহত

আহত মঞ্জুরুল ইসলাম বাবু

দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনের সংবাদ কাভার করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন দৈনিক আমাদের সময়ের মাল্টিমিডিয়া টিমের ক্যামেরাপারসন মঞ্জুরুল ইসলাম বাবু। 

আজ বুধবার দুপুরে মিরপুর ১০ নাম্বার এলাকায় দায়িত্বপালনকালে হামলার শিকার হন তিনি। সে সময় তার সঙ্গে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের একজন সাংবাদিকও আহত হন। 

আহত বাবু জানান, মিরপুর ১০ নাম্বার থেকে ১ নাম্বার এলাকার দিকে খবর সংগ্রহের জন্য যাচ্ছিলেন। এমন সময় হামলাকারীরা তাদের ওপর এসে চড়াও হন ও ক্যামেরা ছিনিয়ে নিতে চায়। একটা সময় তাদের লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটাতে শুরু করে। এতে রক্তাক্ত হন তিনি।

এ সময় বাবুর বাম হাতের কনুই ভেঙে দেন সন্ত্রাসীরা।

তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, তার বাম হাতের কনুই ভেঙে গেছে।