কোটা সংস্কারের শুনানি নিয়ে যা বললেন আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
১৮ জুলাই ২০২৪, ১৫:১৪
শেয়ার :
কোটা সংস্কারের শুনানি নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগে আগামী ৭ আগস্ট শুনানির দিন নির্ধারিত আছে। শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রবিবার আদালতে সরকার পক্ষ আবেদন করবে।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সরকার নীতিগতভাবে কোটা সংস্কারের পক্ষে। উচ্চ আদালতে শুনানির সময় এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রস্তাব তুলে ধরা হবে। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে, সেহেতু আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এটির সুরাহা করতে হবে। সরকার এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা চাই- শিক্ষার্থীরা আজই আন্দোলন বাদ দিয়ে ঘিরে যাক। আমরা তাদেরকে জোর অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি আছে। আন্দোলনকারীদের প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আমরা আলোচনা করতে প্রস্তুত। আমরা আজই তাদের সঙ্গে আলোচনায় বসতে চাই।’