প্রধানমন্ত্রীর পক্ষে ব্রিফিং করবেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৪, ১৪:১৯
শেয়ার :
প্রধানমন্ত্রীর পক্ষে ব্রিফিং করবেন আইনমন্ত্রী

সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয় নিয়ে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ব্রিফিং করবেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাখাওয়াত মুন আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আইনমন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে অল্প কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনের টানেলে ব্রিফ করবেন। আপনাদের সকলকে যত দ্রুত সম্ভব সংসদ ভবনে পৌঁছানোর জন্য অনুরোধ করছি।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, ‘এই আলোচনার জন্য প্রধানমন্ত্রী আমাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে।’