ফেসবুকে পোস্ট করে বিপাকে চিত্রনায়িকা

বিনোদন প্রতিবেদক
১৮ জুলাই ২০২৪, ১৩:৪১
শেয়ার :
ফেসবুকে পোস্ট করে বিপাকে চিত্রনায়িকা

কোটা সংস্কারের দাবিতে সারাদেশে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। এক দফা দাবিতে উত্তাল এখন রাজপথ। চলমান এই আন্দোলনে ছাত্রলীগের হামলা, শিক্ষার্থীদের হত্যার নিন্দা জানাচ্ছে সকল শ্রেণী-পেশার মানুষজন। এই আন্দোলনের পক্ষে মত দিয়েছেন শোবিজের তারকারাও। ঠিক এমন সময় উল্টো সুরে কথা বললেন নাবাগত চিত্রনায়িকা শিরিন শিলা। 

আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে নায়িকা লিখেছেন, ‘কিসের এত আন্দোলন ভাই, সুখে থাকতে ভূতে কিলায়।’ নায়িকার এমন কথায় খেপেছেন নেটিজনরা। তার পক্ষ থেকে এমন পোস্ট আশা করেননি নায়িকার ভক্তরাও। 

শিরিন শিলার পোস্টে মন্তব্য করেছেন মারুফ রহমান নামে একজন। লিখেছেন, ‘মাথা ঠিক আছে?’ প্রতিউত্তরে নায়িকা লিখেছেন, ‘আন্দোলন করে নিজের জীবন হারানোর কোনো মানে হয় না। সবার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। নিজের পরিবারের কথা ভাবা উচিত।’ 

প্রিয়াঙ্কা নামে একজন লিখেছেন, ‘কমেন্ট না করে পারলাম না, সাপোর্ট করে কিছু না লিখতে পারেন এটলিস্ট এভাবে কিছু লিখেন না। বিবেক মাটি দেওয়া উচিত না। আমরা যে যতই মিডিয়াতে কাজ করি না কেন…।’ 

হাবিব রাজু নামে একজন লিখেছেন, ‘আপনার কাছে কি মনে হয় এই আন্দোলন সুখের ঠেলায় করতেছে? এত রক্তপাত কি খুব সুখে আর আনন্দে হচ্ছে? আপনার আমার শিক্ষা জীবন শেষ তাই মুখ দিয়ে আরামসে এই কথাটা বেড়িয়ে আসল। আপনার কাছে এইটা আশা করিনি। পা চাটা দালাল হইয়েন না, বিবেক বুদ্ধি আর মনুষ্যত্ব নষ্ট হয়ে গেলে মানুষ এমন কথা বলতে পারে।’ এমন অসংখ্য নেচিবাচক মন্তব্য পড়েছে পোস্টটিকে ঘিরে।