আন্দোলনকারীদের পক্ষে রাস্তায় নামার ঘোষণা অভিনেত্রী চমকের

বিনোদন ডেস্ক
১৮ জুলাই ২০২৪, ১৩:১৭
শেয়ার :
আন্দোলনকারীদের পক্ষে রাস্তায় নামার ঘোষণা অভিনেত্রী চমকের

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তিনি। বুধবার দিবাগত মধ্যরাতের কোনও একসময় ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে আন্দোলনকারীদের পক্ষে রাস্তায় নামার ঘোষণা দেন তিনি।

ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্ট চমক লিখেছেন, ‘আমি সারারাত জেগে আছি। ঢাবি আর জাবিতে কী চলছে? কেউ কি আপডেট দিতে পারবেন? কাল সকাল পর্যন্ত আমার ফেসবুক থাকবে কি না জানি না। তবে, কাল থেকে আমি রাস্তায় নামবো আমার আন্দোলনকারী ভাইবোনদের সাথে।’

অভিনেত্রী চমক ছাড়াও শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা ও কলকাতার অনেক তারকাশিল্পীরা।