ছোট ভাইয়ের দায়ের কোপে যুবক নিহত
কক্সবাজারের রামুতে আপন ছোট ভাইয়ের দায়ের কোপে বাবুল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত বাবুল হোসেন রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খোন্দকার পাড়ার বাসিন্দা নুরুল হকের ছেলে এবং অভিযুক্ত আলী হোসেন তার আপন ছোট ভাই।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেইন্দা খোন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খোন্দকার পাড়া এলাকার বাসিন্দা ও সেচ্ছাসেবক লীগ নেতা ছুরুত আলম জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে পার্শ্ববর্তী বাজারে নেশাগ্রস্ত অবস্থায় আলী হোসেন স্থানীয় এক লোকের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। খবর পেয়ে তার বড় ভাই বাবুল এসে ঝগড়া থামিয়ে দিয়ে নিজের বাড়িতে চলে যান। রাত ১২টার দিকে আলী হোসেন বাড়ি ফিরে বড় ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে আশেপাশের লোকজন আহত বাবুলকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ইতোমধ্যে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত আলী হোসেনকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা জানান, ভোর পর্যন্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) সহযোগিতায় রামু থানা প্রশাসন অভিযুক্তকে ধরতে অভিযান চালিয়েছে, কিন্তু তাকে এখনো পাওয়া যায়নি। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আছে।